ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের ৪র্থ-৫ম দিনের অনুষ্ঠানমালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ৯ অক্টোবর ২০২৩

প্রতিবারের মতো এবারো দুই দেশের শিল্পীদের পারস্পারিক সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় ও জনগণের আত্মার ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে ৬ থেকে ১৭ অক্টোবর ১২ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব ২০২৩ এর আয়োজন করেছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ।

সোমবার উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হয় বিকাল ৪টায় শিশু সংগঠন নন্দনকুড়ি'র দলীয় আবৃত্তি পরিবেশনা দিয়ে। অনুষ্ঠান সূচি মধ্যে রয়েছে- 

উন্মুক্ত মঞ্চ:  
দলীয় সঙ্গীত পরিবেশন করে সমস্বর ও সপ্তরেখা শিল্পীগোষ্ঠী, দলীয় আবৃত্তি পরিবেশন করে সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র ও মানচিত্র, দলীয় নৃত্য পরিবেশন করবে নৃত্যসুর, পথনাটক পরিবেশন করে রঙ্গপীঠ নাট্যদল।

জাতীয় নাট্যশালা মিলনায়তন:
অনুস্বর প্রযোজনা রায়মঙ্গল 
উপন্যাস: সুমন মজুমদার, নাট্যরূপ ও নির্দেশনা: সাইফ সুমন 

এক্সপেরিমেন্টাল থিয়েটার হল:  
দেশ নাটক প্রযোজনা- পারাপার 
রচনা: মাসুম রেজা, নির্দেশনা: ফাহিম মালেক ইভান

স্টুডিও থিয়েটার হল: 
উত্তরীয় থিয়েটার প্রযোজনা- বঙ্গমাতা 
রচনা: আনিসুর রহমান, নির্দেশনা: দিব্যেন্দু উদাস

বাংলাদেশ মহিলা সমিতি:  
লোক নাট্যদল (বনানী) প্রযোজনা- সুন্দর 
রচনা: মোহিত চট্টোপাধ্যায়, নির্দেশনা: কামরুন নূর চৌধুরী

জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তন:
কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রযোজনা আবৃত্তি বন্ধ ঘরের আগল ভাঙো ও তক্ষশীলা পল্লী বাংলার ব্রতচারী সংঘর প্রযোজনা ব্রতচারী নৃত্য "বিশ্ব মানব হবি যদি শাশ্বত বাঙালি হ।

আগামীকাল ১০ অক্টোবর মঙ্গলবার উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকাল ৪টায়। অনুষ্ঠান সূচি মধ্যে রয়েছে- 

উন্মুক্ত মঞ্চ: 
শিশু সংগঠন সৃষ্টিশীল ললিতকলা একাডেমি পরিবেশনা করবে, দলীয় সঙ্গীত পরিবেশন করবে 
সংস্কৃতি মঞ্চ ও সুরতাল সঙ্গীত একাডেমি, দলীয় আবৃত্তি পরিবেশন করবে ঢাকা স্বরকল্পন ও শব্দাঙ্গান, দলীয় নৃত্য পরিবেশন করবে স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র, পথনাটক পরিবেশন করবে বৃত্ত নাট্যদল।

জাতীয় নাট্যশালা মিলনায়তন:
প্রাচ্যনাট প্রযোজনা অচলায়তন 
রচনা: রবীন্দ্রনাথ ঠাকুর, নির্দেশনা: আজাদ আবুল কালাম

এক্সপেরিমেন্টাল থিয়েটার হল: 
আজকের প্রজন্ম (ভারত) প্রযোজনা- অধরা মাধুরী 
রচনা : ইন্দ্রনীল দে, নির্দেশনা: সায়ন বিশ্বাস 

স্টুডিও থিয়েটার হল:
নাটনন্দন প্রযোজনা- বিষ পবনের গীত
রচনা ও নির্দেশনা: আসমা আখতার লিজা

বাংলাদেশ মহিলা সমিতি: 
বাগেরহাট থিয়েটার ও ফরিদপুর থিয়েটার প্রযোজনা রাজা গিলগামেশ 
রচনা: তুষার রায়, নির্দেশনা: শামীম আহমেদ 

জাতীয় সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি মিলনায়তন:
১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রযোজনা আবৃত্তি কথামানবী ও বহ্নিশিখা'র প্রযোজনা গীতিআলেখ্য হেই সামালো । 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি